স্বাধীনতার রজত জয়ন্তীতে, সেই ১৯৭২ সালে, প্রখ্যাত সাংবাদিক বিবেকানন্দ মুখোপাধ্যায় ছিলেন 'সত্যযুগ' পত্রিকার সম্পাদক। তিনি সেই সময় লিখেছিলেন, "ভারতীয় স্বাধীনতার ২৫ বছর নিশ্চয়ই একটি উল্লেখযোগ্য ঘটনা এবং ইতিহাসের বিচারে একটি নূতন পরিচ্ছেদের আরম্ভ। কেননা, যে পঁচিশ বছর আমরা পিছনে ফেলে এলাম, বলা যেতে পারে সেইটি ভারতীয় জনগণের আসল স্বাধীনতার কিংবা জাতীয় মুক্তির ভূমিকা মাত্র। আজকে ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছরে, আমরা কি পাচ্ছি?
by সমন্বয় ভট্টাচার্য | 04 March, 2022 | 1389 | Tags : Book Review Azaadi 75